এখানে আমাদের Historical Geology (Dhiman sir) সাবজেক্টের Lab পরীক্ষার সকল উপাদান আপলোড করা হয়েছে। আমি অত্যন্ত দূঃখের সাথে জানাচ্ছি যে, আমরা উক্ত সাবজেক্টের স্লাইডগুলা কালেক্ট করতে পারিনি। কারণ অলৌকিকভাবে স্যারের কাছ থেকে স্লাইডগুলা ডিলেট হয়ে গেছিল।
তবে পরবর্তীতে যদি আমরা স্লাইডগুলা পাই তবে অবশ্যই আপলোড দিয়ে দেব। এর পরও যদি কোন বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন অথবা Contact Me তে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।
তবে সবার কাছে সবিনয়ে অনুরোধ থাকল, প্লিজ সবাই ডাউনলোড করার পূর্বে নিচের ওয়ার্নিংটা ভালভাবে পড়ে নিবেন।
Read the warning carefully......
×
Warning: এখানে কিছু পিকচার দেওয়া রয়েছে। এই পিকচারে কিছু প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমগুলা যদি তোমরা ভাল করে বুঝে সমাধান করতে পার তাহলে আশা করি যেখান থেকেই যেভাবেই প্রশ্ন করুক না কেন তোমরা সমাধান করতে পারবে। সুতরাং স্যাররা যখন এই বিষয়ে ক্লাস নিবে তখন অবশ্যই খুবি মনযোগ সহকারে খেয়াল করবে।
Post a Comment