Absolute enable right click and copy extension

 Absolute enable right click and copy


আজ আমরা কথা বলব একটি গুরুত্বপূর্ণ এক্সটেনসানের ব্যাপারে। যার নাম Absolute enable right click and copy এক্সটেনসান। অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় আমাদেরকে অনেক লেখা কন্টেন্টকে বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করে নেওয়ার দরকার পড়ে। কিন্তু এমন অনেক ওয়েবসাইট আছে যারা তাদের কন্টেন্ট গুলাকে কপি স্ট্রাইক দিয়ে রাখে। 

যে কারনে আপনি আপনার মাউসের রাইট বাটন ক্লিক করলে বা কপি করতে চাইলে সেটা পারবেন না। তাই এই সমস্যা সমাধানের জন্য আজকের এক্সটেনসানটি। এই  এক্সটেনসানের কাজ হল উক্ত ওয়েবসাইটের কপি ও মাউসের রাইট বাটন ক্লিক সিস্টেমকে অন করে দেওয়া। যার ফলে আপনি সহজে যে কোন কন্টেন্ট খুব সহজে কপি করতে পারেন এবং সেগুলা ডক ফাইল হিসাবে আপনার পিসিতে স্টোর করে রাখতে পারেন।

Absolute enable right click and copy লিখে গুগলে সার্চ করলেই আপনার ব্রাউজার অনুযায়ী এক্সটেনসানটি পেয়ে যাবেন। তারপর শুধু এক্সটেনসানটি এড করে নেওয়ার পালা। ব্যস হয়ে গেল খেল খাতম।


warning: This extension is just for windows. it is forbidden to use in mobile phone.

Post a Comment

Previous Post Next Post