প্রথমে vs code এর extension button এ ক্লিক করতে হবে। এখন code runner লিখে সার্চ দিতে হবে এবং নিচের ছবির মত codu runner এর এক্সটেনশানটা খুজে বের করে ইনষ্টল করতে হবে।
ব্যাস হয়ে গেল আপনার code runner ইনষ্টল করা। এখন এই code runner কে vs code এর terminal এ ব্যবহার করার জন্য আপনাকে আরো কিছু কাজ করতে হবে।
প্রথমে আপনাকে নিচের ছবির মত vs code এর setting ওপেন করতে হবে।
এবার উক্ত setting থেকে আপনাকে code runner লিখে সার্চ করতে হবে।
এবার code runner এর যত সেটিং আছে সবগুলা চলে আসবে । এবার নিচে স্ক্রল করে code-runner: run in terminal এই setting টা বের করতে হবে এবং সেখানে চেক মার্ক (টিক) দিয়ে দিতে হবে। ব্যাস শেষ।
Post a Comment