কিভাবে ল্যাপটপের Battery health চেক করতে হয়? । how to check battery health of a laptop?

 কিভাবে ল্যাপটপের Battery health চেক করতে হয়?



১। প্রথমে তোমার ল্যাপটপের command prompt / power shell অন কর। এখন নিচের কমান্ডটি লেখ

নোটঃ powercfg এর পরে অবশ্যই একটা স্পেস দিতে হবে।

২। এখন enter চাপ দিলে নিচের চিত্রের মত .html link দেখাবে।

৩। এখন এখান থেকে মার্ক করা অংশটুকু অর্থাৎ C:\.... থেকে .html অংশ পর্যন্ত কপি করে নিতে হবে।

৪। এবার যেকোন একটা browser এ যেতে হবে এবং browser এর হেডার সার্চ ফাইলে কপি করা লেখাটা পেষ্ট করতে হবে



৫। এখন enter বাটন চাপ দিলে সাথে সাথেই একটা report summary দেখতে পাবে।

৬। এখন এই report summary থেকে একটু নিচে স্ক্রল করে গেলে installed batteries লেখাটা দেখতে পারবে এবং তার আওতায় Design Capacity এবং Full charge capacity নামে দুইটা লেখা দেখতে পারবে

৭। এখন নিচের সূত্রটা বসিয়ে ক্যালকুলেশান করলেই তোমার ল্যাপটপের battery helth এর percentage সম্পর্কে জানতে পারবে।

ব্যস হয়ে গেল ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করা।

আরেকটা ব্যাটারি সম্পর্কে ধারনা নেওয়া যাকঃ


এখান থেকে সহজে ক্যালকুলেশান করে আমরা বলে দিতে পারি উক্ত ল্যাপটপের ব্যাটারি হেলথ হবেঃ ৫৭.৩৪ %

উল্লেখ যেঃ 

  1. একটা ব্যাটারির পার্সেন্টেজ ৮০-১০০ % হলে সেটা ভাল ব্যাটারি 
  2. একটা ব্যাটারির পার্সেন্টেজ ৭০-৮০ % হলে যেটা মিডিয়াম ব্যাটারি
  3. একটা ব্যাটারির পার্সেন্টেজ < ৭০ % হলে যেটা মিডিয়াম ব্যাটারি

Post a Comment

Previous Post Next Post