Photo Gallery with Awesome Table is not working in drive

 যদি Photo gallery with awesome gallery ঠিক মত কাজ না করে তাহলে চিন্তার কোন কারণ নেই। এখন গুগল খুব সিকিউর হয়ে গেছে। তাই একাধিক একাউন্ট লগইন অবস্থায় থার্ড পার্টি কোন এপস লঞ্চ করতে চাইলে রেস্টিকশান দিয়ে দিচ্ছে। এই সমস্যার খুব সহজ সমাধান হলঃ জাস্ট ইনকগনেটো মোডে গুগল ওপেন করে নিন (Ctrl+Shift+n) এবং তারপর আপনার কাংখিত ড্রাইভে লোগইন করে নিন। এবার Extension থেকে Photogallery with awesome table extension টা নামিয়ে নিন। ব্যাস আপনার কাজ শেষ। এবার ট্রাই করুন। আশা করি সমাধান হয়ে যাবে।



Post a Comment

Previous Post Next Post