অনেক সাধনার
পরে.........
অনেক সাধনার
পরে আমি পেলাম তোমার মন,
পেলাম খুঁজে এ
ভূবনে আমার আপনজন।
তুমি বুকে টেনে
নাও না প্রিয় আমাকে
আমি ভালবাসি,
ভালোবাসি, ভালোবাসি তোমাকে।
অনেক সাধনার
পরে আমি পেলাম তোমার মন,
পেলাম খুঁজে এ
ভুবনে আমার আপনজন।
বিধাতা আমাকে তোমার
জন্যে গড়েছে আপন হাতে,
জীবনে মরণে, আধারে-
আলোতে থাকবো তোমার সাথে;
বিধাতা আমাকে তোমার
জন্যে গড়েছে আপন হাতে,
জীবনে মরণে, আধারে-
আলোতে থাকবো তোমার সাথে;
তুমি বুকে টেনে
নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি,
ভালোবাসি, ভালোবাসি তোমাকে।
অনেক সাধনার
পরে আমি পেলাম তোমার মন,
পেলাম খুঁজে এ
ভূবনে আমার আপন জন।
যাবেনা কখনো
ফুরিয়ে যাবেনা আমার ভালোবাসা
তোমাকে পেয়েছি,
পেয়েছি আবারো বাঁচার নতুন আশা;
যাবেনা কখনো
ফুরিয়ে যাবেনা আমার ভালোবাসা
তোমাকে পেয়েছি,
পেয়েছি আবারো বাঁচার নতুন আশা;
তুমি বুকে টেনে
নাওনা প্রিয় আমাকে
আমি ভালোবাসি,
ভালোবাসি, ভালোবাসি তোমাকে।
অনেক সাধনার
পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুঁজে এ ভূবনে
আমার আপন জন।
তুমি বুকে টেনে
নাওনা প্রিয় আমাকে
আমি ভালোবাসি,
ভালোবাসি, ভালোবাসি তোমাকে।
অনেক সাধনার
পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুঁজে এ ভূবনে আমার আপনজন।
Singer: Imran
& Nancy
Tune &
Lyrics: Ahmed Imtiaz Bulbul
Music Director:
Savvy
Film: Niyoti
Directed by:
Zakirr Gossain Raju
Label: Anupam
Post a Comment