ল্যাপটপ/পিসি থেকে যে কোন কিছু চোখের পলকে সার্চ দিয়ে বের করে ফেলুন

💻Everything Search Engine


ছাত্র  জীবনে বা চাকরি জীবনের ক্ষেত্রে ল্যাপটপ বা পিসি খুবি একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা ল্যাপটপ বা পিসির মধ্যে অনেক কিছু সংরক্ষণ করা থাকে। যেগুলা প্রয়োজনের সময়ে বের করে আমরা বিভিন্ন কাজ সম্পাদনা করি। কিন্তু হার্ডডিক্সে রাখা লক্ষ লক্ষ ফাইলের মধ্যে কোন ফাইল কোথায় সংরক্ষণ করে রেখেছি এটা অনেকের মনে থাকে না। সে ক্ষেত্রে আমরা সার্চ বক্সে প্রয়োজনীয় ফাইলের নাম লিখে সার্চ করে থাকি। কিন্তু  জরুরী মুহুর্তে কোন ফাইল খোজার ক্ষেত্রে সার্চ দেওয়া কাজটা যদি অনেক ধীর গতিতে হয় বা অনেক্ষণ ধরে লোডিং নিতে থাকে তাহলে সবার ক্ষত্রেই বিরক্ত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে আমরা যারা windows 10 ব্যবহার করি তারা হয়তো ভাল করে জানি যে Windows 10 এ সার্চ অপশান কত স্লো কাজ করে।

তাই আজ আমি এমন একটা সফটওয়্যারের নাম বলবো যেটা দিয়ে আপনারা চোখের পলকে ল্যাপটপ/কম্পিউটার থেকে কাঙ্খিত ফাইলটি খুজে বের করতে পারেন। ফাইলটির সাইজ মাত্র কয়েক এম বি। যে কারণে র‍্যামের উপরে অতিরিক্ত কোন চাপ পড়ে না প্লাস কম্পিউটার স্লো হয়ে যায় না।


সফটওয়্যারের নামঃ Everything Search Engine

এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। Have a good day

1 Comments

Post a Comment

Previous Post Next Post