কম্পিউটার ভাল রাখার কিছু প্রয়োজনীয় টিপস

 কম্পিউটার ভাল রাখার কিছু প্রয়োজনীয় টিপস


আমাদের নিত্যপ্রয়োজনীয় অনেক কাজের জন্য আমরা কম্পিউটারের উপর নির্ভরশীল। মানব শরীরের যেমন কাজ করার জন্য শক্তি ও পরিচর্চার প্রয়োজন কম্পিউটারের ও তেমনি ভাবে পরিচর্চার প্রয়োজন। তা না হলে কম্পিউটারের স্থায়িত্ব অনেক কমে যেতে পারে। তো জেনে নেই কম্পিউটার ভাল রাখার কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ টিপস, যা হয়তো অনেকে জানেন না বা জানলেও ভূল করে থাকেন।



  • প্রতি ১ বা ২ মাস পর পর কম্পিউটার খুলে সব Parts ভাল করে মুছে নতুন করে লাগিয়ে নিন।
  • Ram  খুলে পাতলা তুলো দ্বারা মুছি নতুন করে লাগিয়ে নিন।
  • কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।
  • রাতে ঘুমাবার সময় কম্পিউটার Shut down করে দিন।
  • বিদ্যুৎ চলে গেলে যেন কম্পিউটার বন্ধ হয়ে না  যায় সে জন্য UPS ব্যবহার করা উচিৎ।
  • কম্পিউটারের Virus দূর করার জন্য Anti Virus ব্যবহার করা উচিৎ।
  • কম্পিউটারকে আলো-বাতাস পূর্ণ স্থানে রাখুন।
  • প্রতিদিন মনিটর বিশেষ করে LCD মনিটর একবার করে মুছে রাখবেন।
  • অনেকে কম্পিউটার চলার সময় CPU-র উপর পর্দা দিয়ে রাখেন যাতে করে ভেতরে ময়লা বা ধূলা-বালি প্রবেশ না করতে পারে। এটা করবেন না। এতে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  • ওয়াল পেপার হিসাবে এমন ছবি সেট করুন যা আপনার চোখকে আরাম দেয়। ওয়ালপেপারের সাইজ যত ছোট হবে আপনার কম্পিউটারের গতির জন্য ততই ভাল।
  • নিয়মিত 'কুলিং ফ্যান' মুছে পরিষ্কার করে রাখুন।

Post a Comment

Previous Post Next Post