ভার্চুয়াল র‍্যাম বাড়িয়ে কম্পিউটারের গতি বৃদ্ধি করার উপায়

ভার্চুয়াল র‍্যাম বাড়ানোর উপায়


 ল্যাপটপ বা পিসি স্লো হয়ে যাওয়া এই প্রবলেমটা নতুন কিছু নয়। পিসি/কম্পিউটার স্লো হওয়ার অনেক গুলা কারণ রয়েছি, তন্মধ্যে Ram কম হওয়ার কারণে পিসি স্লো হওয়ার কারণটা অন্যতম। আর আজকে আমি সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে চলেছি।


এমন অনেকে আছেন যাদের পিসির র‍্যাম (Ram) অনেক কম থাকে। ফলে ভারি সফটওয়্যার ইনস্টল বা কোন ভারী কাজ করার সময় পিসিটা হামেসায় স্লো হয়ে যেতে দেখা যায়। তো চলুন দেখি কিভাবে এটার সমাধান করব।

অনেক সময় PC'র র‍্যাম(Ram) কম থাকলে PC স্লো হয়ে যায়। ভার্মেচুয়াল মোরি বাড়িয়ে কিছুটা গতি বাড়ানো যায়। এর জন্যঃ

১. প্রথমে My Computer -এ মাউস রেখে Right button ক্লিক করে Properties - এ যান।



২. এখন Advance/Advance system setting -এ ক্লিক করে Performance -এর Settings -এ ক্লিক করুন।



৩. আবার Advance -এ ক্লিক করুন। এখন Change -এ ক্লিক করুন। নতুন একটা Windows ওপেন হবে।



৪. এখন এটির Initial size ও Maximum size -এ আপনার ইচ্ছামত size লিখে set -এ ক্লিক করে Ok চাপুন।


এছাড়াও কম্পিউটার ভাল রাখার কিছু প্রয়োজনীয় টিপস জানতে এখানে পড়ুন।

Post a Comment

Previous Post Next Post