Ways to make your computer fast
আচ্ছা আপনার কাছে কেমন লাগবে যদি দেখেন জরুরী কাজের মুহুর্তে আপনার কম্পিউটারটা স্লো কাজ করছে? নিশ্চয় ভাল লাগার কথা না। এটা শুধু আপনি না, সবার ক্ষেত্রে সমানভাবে বিরক্তিকর। আজকে আমি এমনি বিরক্তিকর সমস্যার সমাধান শেখাব।
প্রথমে বলে রাখি আপনার ল্যাপটপ/কম্পিউটার কেন স্লো কাজ করেঃ
১. দীর্ঘদিন ধরে কাজ করার ফলে অনেক টেম্পরারী ফাইল আপনার হার্ড ডিসকে জমা হয়।
২. অনেক সময় আমরা কাজ করার ফলে আমাদের কাজের হিস্টোরি হার্ড ডিসকে জমা থেকে যায়।
৩. কাজ শেষে রেসেন্ট ফাইল নিয়মিত পরিষ্কার না করা।
৪. র্যামের পরিমান কম হওয়া।
৫. জাংক ফাইলে হার্ড ডিসক ভরে যাওয়া।
এখানে আমরা শুধু ১,২ ও ৩ নাম্বার পয়েন্টের সমাধান নিয়ে আলোচনা করব। তার পরও আপনি যদি ৪ নাম্বার সম্পর্কে জানতে চান তাহলে এখানে পড়ুন এবং ৫ নাম্বার সম্পর্কে জানার জন্য এখানে পড়ুন।
আপনার কম্পিউটারের গতি বৃদ্ধি করার জন্য নিচে বর্ণিত কাজগুলা ধাপে ধাপে করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবেঃ
১. প্রথমে আপনার কম্পিউটারের Start বাটনে ক্লিক করুন(Windows 10), সার্চ বক্স ওপেন হবে।[Shortcut:+ R ] এখন টাইপ করুন Run , তারপর Run এ ক্লিক করুন। দেখবেন একটা পপ আপ বক্স ওপেন হবে।
২. এবার সেখানে লিখুন recent তারপর Ok বাটনে ক্লিক করুন। আপনার সামনে যত ফাইল ওপেন হবে সবগুলা সিলেক্ট করে ডিলেট দিয়ে দিন।
৩. একই ভাবে আবারো Run এ যান এবং টাইপ করুন temp এবং Ok বাটনে ক্লিক করুন। আপনার সামনে যত ফাইল ওপেন হবে সবগুলা সিলেক্ট করে ডিলেট দিয়ে দিন।
৪. আবারো Run অপশানে ক্লিক করুন এবং টাইপ করুন %temp% এবং Ok বাটনে ক্লিক করুন। আপনার সামনে যত ফাইল ওপেন হবে সবগুলা সিলেক্ট করে ডিলেট দিয়ে দিন।
৫. আবারো Run অপশানে ক্লিক করুন এবং টাইপ করুন prefetch এবং Ok বাটনে ক্লিক করুন। আপনার সামনে যত ফাইল ওপেন হবে সবগুলা সিলেক্ট করে ডিলেট দিয়ে দিন।
ব্যস হয়ে গেল আপনার কাজ শেষ। প্রতিদিন অথবা সপ্তাহে অন্তন একদিন উক্ত কাজ গুলা করুন। আপনার ল্যাপটপ আশা করি দ্রুত কাজ করবে। ধন্যবাদ
Post a Comment