Installation Firebug (For Firefox)। কিভাবে ফায়ারফক্সে ফায়ারবাগ ইনস্টল করতে হয়?


Firebug


আমরা অনেকে Html এর কাজ করি। ইভেন এখন দেখা যাচ্ছে যুগের পরিক্রমায় নতুনদের দ্বারা  html এর কাজ করার প্রবণতা অনেক বেশি। কিন্ত যারা একেবারে নতুন তাদের হয়তো প্রথমে প্রথমে কাজ করতে অনেক সমস্যা হয়। আর এ সমস্যা সমাধানের জন্য ফায়ারফক্স নামে একটা  এড-ইন ছিল, যেটা দিয়ে আপনি আপনার পছন্দ মত html ডিজাইন করতে পারেন। এই সমস্যা সমাধানের জন্য এখন আমি আপনাদের একটি সমাধান দিতে যাচ্ছি।

তবে শর্ত হল, এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আপনাকে ফায়ার ফক্স ব্রাউজার প্রয়োজন হবে, এবং সেটা অবশ্যই পুরানো ভার্সন। অর্থাৎ ৫৫.০.০ এর সমান বা তার থেকে কম। এখানে আমি ৫৫.০.০ ভার্সনে কিভাবে ফায়ারবাগ ইনস্টল করতে হয় সেটা নিয়ে  আলোচনা করবো। এটা করার জন্যা অবশ্যই আপনাকে নিচের ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। সেখানে ফাইলের ভিতরে সেটাপ দেওয়ার সমস্ত প্রসেস একটা ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। আশা করি ফাইলটা ডাউনলোড  করে নিয়ে আপনারাও ভালভাবে ব্যবহার করতে পারবেন।


তবে তার পূর্বে নিচের ওয়ার্নিংটা অবশ্যই পড়ে নিবেন।

See here : ইনস্টল করার পূর্বে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশান অফ করে নিবেন। এবং আপনার Windows Difender ও অফ করতে হবে।
Name of Software Download Link
Fire-bug
Firefox: 55.0.1
Attached With:
firebug@software.joehewitt.com
FireXPath@pierre.tholence.com
Download

Post a Comment

أحدث أقدم