চেক করুন আপনার রাউটারে কোন কোন BDIX সার্ভার সাপোর্ট করে। খুব সহজে একটা এপ এর মাধ্যমে।

 BDIX-Tester


সাধারণত মুভি, গেমস, সফটওয়্যার, টিউটোরিয়াল ইত্যাদির মত ভারি ফাইলগুলা ডাউনলোডের জন্য BDIX সার্ভারের বিকল্প কিছু নাই। BDIX সার্ভারের মাধ্যমে আপনি খুব সহজে ৫-৫০ mbps স্পিডে ফাইল ডাউনলোড করতে পারেন। 

কিন্তু সমস্যা হল হাজার হাজার BDIX সার্ভার থাকলেও আমাদের পিসি/ল্যাপটপে কোন কোন সাইট গুলা সাপোর্ট করে তা আমরা কেউ হয়তো ঠিকঠাক ভাবে জানি না। তাই আজ আমি এমন একটা সফটওয়্যারের নাম বলব যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার রাউটারের জন্য উপযুক্ত সার্ভারগুলা খুজে নিতে পারবেন। কিভাবে সফটওয়্যার ইনস্টল দিতে হবে এবং কিভাবে পুরা প্রক্রিয়াটি করতে হবে তার বিস্তারিত জানতে এখানে ক্লিক করে একটি ফাইল ডাউনলোড করে নিন। তার পর ফাইলটার মধ্যে সফটওয়্যারসহ একটা  পিডিএফ ফাইল পেয়ে যাবেন। সেখানে সব কিছুই লেখা রয়েছে। 


নোটঃ আমি আন্তরিকভাবে দূঃখিত কারণ স্ট্রাইক খাওয়ার ভয়ে পুরা লেখাটা এখানে লিখতে পারি নাই। তবে পুরা প্রক্রিয়াটা পিডিএফ ফাইল আকারে দেওয়া হয়েছে।

ফাইল ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করুন

Post a Comment

Previous Post Next Post