কিভাবে হার্ড ডিস্ক পার্টিশান করলে কোন ডাটা হারাবে না। How to Partition hard disk without losting any data

 Remove Temporary Files from Your computer


আমাদের অনেকের কম্পিউটারে এই সমস্যাটা খুবি কমন যে তাদের লোকাল ডিস্ক বা 'C Drive' এর জায়গা অনেক অপ্রয়োজনীয় ফাইল দিয়ে ভরে যায়। ফলে লোকাল ডিস্কে আর কোন জায়গা না থাকার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য আমরা মূলত দুইটা পদ্ধতি অবলম্বন করব।


(১) যদি "C Drive" এর জায়গা কম থাকে তাহলে কম্পিউটার ফর্মাট দেওয়া ছাড়াই/কোন ফাইল না হারিয়ে পার্টিশান করে জায়গা বাড়িয়ে।

(২) Temporary files ডিলেট করে।

আমরা এখনে দুইটা পদ্ধতি নিয়েই আলোচনা করব।

প্রথম আসি (২) নাম্বার পদ্ধতি নিয়ে। এইটা করার জন্য কি কি কাজ করা লাগবে সেটা নিচের ফাইলে দেওয়া আছে। আপনারা ফাইলটা ডাউনলোড করে নেন।  নিচে লিংক দেওয়া আছে..........

ডাউনলোড করতে এখানে ক্লিক করেন।

এবার আসি (১) নং সমস্যা নিয়ে। এটা সমাধানের জন্য নিচের ভিডিও টা দেখুন । তাইলেই আপনারা পারবেন ইনশাল্লাহ। তবে এটা দেখার আগে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আপনার কম্পিউটারের পার্টিশানে কোন সবুজ বর্ডার করা থাকে তাহলে সেটাকে/সেগুলাকে আপনি নতুন করে পার্টিশান করতে পারবেন না। 


সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নীল ড্রাইভকে/সাদা বর্ডার দেওয়া ড্রাইভকে পার্টিশান করতে হবে।

চলুন তাইলে ভিডিও টা দেখা যাক




Post a Comment

Previous Post Next Post