অর্থাৎ কিভাবে HTML এর ভিতরে HTML ট্যাগ ও এট্রিবিউট সহ আউটপুটে প্রিন্ট করা যায়। সাধারণভাবে আমরা যখন HTML এ ট্যাগ ও এট্রিবিউট দিয়ে কোন কোড লিখি তখন HTML আমাদেরকে শুধু সেই ট্যাগ ও এট্রিবিউটের ভেতরের লেখাগুলাকে আউটপুটে প্রিন্ট করে। অর্থাৎ ধরা যাক আমরা একটা কোড লিখলাম নিচের মত কর
Input:
<body>
<p> this is <b>Paragraph</b> </p>
</body>
তখন এই কোডের আউটপুট পাব নিম্নরুপেঃ
Output:
this is Paragraph
কিন্তু আমরা এমন আউটপুত চাচ্ছি না। আমরা চাচ্ছি আউটপুটটি যেন তার ট্যাগ ও এট্রিবিউট সহ শো করে। অর্থাৎ <body>, <p>, <b> এসব কোডগুলাও দেখিয়ে দেয়। সেটা কিভাবে করতে হয় তার একটা ভিডিও দেওয়া হল। ভিডিওটা দেখলে আপনারা সবাই আশা করি বুঝে যাবেনঃ
লিখেছেনঃ মোঃ হাফিজুর রহমান
Post a Comment