কিভাবে HTML কোডিং এ লেখা কোন লেখাকে হুবহু আউটপুটে শো করানো যায়।

এটা করার জন্য আমাদের একটা <pre> নামক ট্যাগ ববহার করতে হইবে। তার পর এই ট্যাগের ভিতরে আমরা যা লিখব সেই লেখাটা হুবহু আউটপুট পাইব।

The HTML <pre> element যার ফুল ফর্ম preformatted text. অর্থাৎ HTML কোডের মধ্যে যেভাবে বা যেরকম লেখা লেখা হয় আমাদের আউটপুট ও হুবহু সেরকমি পাওয়া যায়। সাধারণত কোন কবিতার লাইন বা গানের লিরিক্স এর ক্ষেত্রে এমন কোড ব্যবহার করা হয়। নিচের উধারণটা দেখলে ভালভাবে বোঝা যাইবে।

Input:
<pre> L TE A A C V R A DOU LOU REUSE QUE TU PORTES ET QUI T' ORNE O CI VILISÉ OTE- TU VEUX LA BIEN SI RESPI RER - Apollinaire </pre>
Output:
L TE A A C V R A DOU LOU REUSE QUE TU PORTES ET QUI T' ORNE O CI VILISÉ OTE- TU VEUX LA BIEN SI RESPI RER - Apollinaire

অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমি ইনপুটে <pre> ট্যাগের ভিতর যেভাবে বা যে ডিজাইনে কোন কোড লিখেছি আমাদের আউটপুটে আমরা ঠিক সেভাবেই লেখাগুলাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ input এর ভিতর যেখানে স্পেস, কমা, দাড়ি যেভাবেই থাকুক না কেন output এ রেজাল্ট টাও ঠিক সেভাবেই দেখাবে।


লিখেছেনঃ মোঃ হাফিজুর রহমান




Post a Comment

Previous Post Next Post