vite + react showing red mark when you coding on vs code

 আপনি যখন Vite+ React  দিয়ে কোন প্রজেক্ট করতে যাবেন তখন দেখবেন আপনার কোড এডিটরে অনাকাঙ্খিত লাল দাগ চলে আসছে। এগুলা আপনার প্রজেক্টে কোন ইফেক্ট ফেলবে না ঠিকি কিন্তু দেখতে একটু অসহনীয় মনে হতে পারে। (নিচের ছবি দেখ)


এই সমস্যা সমাধানের জন্য আমদেরকে সিম্পলি একটা কাজ করতে হবে। আমাদের কোড এডিটরে .eslintrc.cjs ফাইলটা খুজে বের করে তার ভিতরে ঢুকতে হবে। (নিচের ছবি)

ঢোকার পর সেখানে আমরা অনেক কিছু দেখতে পাব। তার ভিতরে আমাদেরকে rules: লেখাটি খুজে বের করতে হবে। প্রাথমিক অবস্থায় ফাইলের মধ্যে শুধু 'react-refresh/only-export-components' এই লেখাটা থাকবে। (নিচের ছবি)
এখন আমদেরকে rules: অব্জেক্টের মধ্যে "react/prop-types": "off", এই লেখাটা এড করে দিতে হবে। ব্যাস আপনার কাজ হয়ে গেছে। ফাইলটা সেইভ করে বেরিয়ে আসুন।




Post a Comment

Previous Post Next Post