React npm Scroll Top:
রিয়াক্ট দিয়ে স্ক্রল টপ ব্যবহার করার জন্য সিম্পলি এই পেজে চলে যেতে হবে।
এখান থেকে npm install করে নিতে হবে।
এবার আপনার প্রজেক্টের মেইন APP() function এর সবার উপরে <ScrollToTop smooth /> এইটা বসিয়ে দিলেই ব্যাস কাজ হয়ে যাবে। (নিচের ছবি দেখ)
যদি চাও যে স্ক্রল টপের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে তাহলে css ফাইলে নিচের লেখাটা এড করে দাওঃ
.scroll-to-top {
background-color: #ff9900;
}
আর যদি চাও স্ক্রল টপের ভিতরের আইকনের (তীর চিহ্ন) কালার চেঞ্জ করতে তাহলে সিম্পলি <ScrollToTop smooth /> ভিতর কালার প্রপার্টিটাকে সেট করে দাও নিচের মতঃ
<ScrollToTop smooth color="#DE3163" />
Post a Comment