16 December, 2019

বিজয় দিবসের উল্লাসে

দিনটা ছিল ১৬ ডিসেম্বর, ২০১৯. সকাল ১১ টা।  মহান বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে "বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে" পুষ্পস্তবক অর্পণ উপলক্ষ্যে আমাদের "Geology & Mining Depertment" একটা র‍্যালির আয়োজন করে। উক্ত র‍্যালিতে আমাদের ডিপ্টের ১ম থেকে ৫ম ব্যাচ পর্যন্ত অনেক বড় ভাই ও বোন সহ আমার সহপাঠিরা অংশগ্রহণ করে। তারি এক খন্ড চিত্র ধরা পড়েছে বড় ভাইয়ের ক্যামেরাই।
মহান বিজয় দিবসের র‍্যালি। ১৬ ডিসেম্বর,২০১৯
প্তথমে আমরা ক্যাম্পাসের সম্মুখে সমিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পাঠ করি(সকল শহীদের স্মৃতিতে)। আমাদের ক্যাম্পাসের মেইনগেট থেকে শুরু করে "বরিশাল-কুয়াকাটা" প্রধান সড়ক ঘুরে ৩ নং মেইন গেট দিয়ে আমরা পূণরায় ক্যম্পাসে প্রবেশ করি।
পুষ্প অর্পণ শেষে শিক্ষক ও শীক্ষার্থী বৃন্দ
এবং একই সাথে ভিসি গেটের সম্মুখ দিয়ে বের হয়ে পূণরায় ১ নং মেইন গেট দিয়ে আবার ক্যম্পাসে প্রবেশ করি। তারপর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর ক্যাম্পাসের সম্মুখ প্রান্তের রাউন্ড চত্ত্বরে আমরা বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পণ করি। উক্ত অনুষ্ঠানে আমাদের Depertment এর শ্রদ্ধেয় শিক্ষকরা স-শরীরে অংশগ্রহণ করে ছিলেন।

Post a Comment

Previous Post Next Post