ভলিবল খেলার ফাইনালে
আজকের তারিখ 21 December 2019. আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের Geology and Mining Depertment এরএকজন ছাত্র। ভার্সিটিতে আমার Depertment Add হয়েছে এই ৫ বছর হল। এই ৫ বছর সময়ের মধ্যে এই প্রথম বার, যেখানে আমরা ভলিবলের ফাইনাল খেলার সৌভাগ্য অর্জন করেছি।
ভলিবল খেলায় অংশগ্রহনকারী প্লেয়ার, শিক্ষক ও আমরা
হ্যা, ঠিকি শুনেছেন, দিনটা ছিল ১৬ ডিসেম্বর ২০১৯. বিজয় ফিবস উপলক্ষ্যে জাতীয় চেতনার সমস্ত Official কর্ম কান্ড শেষ করার পর আমরা ১১:৩০ মিনিটে ফাইনাল খেলা শুরু করি। উক্ত খেলায় আমাদের বিপক্ষ দল হিসাবে মাঠে উপস্থিত ছিলেন Bangla
রানার্স আপ কাপ তুলে নিচ্ছেন চেয়াওরম্যান আবু জাফর স্যার
Depertment. বাংলা ডিপার্টমেন্টের কথা আলাদা করে বলার মত কিছু নাই। বরাবরি বার বার চ্যাম্পিয়ন ছিল এই বাংলা ডিপ্ট। হয়তো পারবোনা জানা সত্বেও আমাদের Confidence ছিল চরম লেভেলের।
মেডেল তুলে নিচ্ছে ড. ধীমান স্যার
আমরা বিশ্বাস করতাম ফাইনাল আমরা নিয়েই ছাড়বো। এই সুবাদে জানিয়ে রাখি আমরা Mathematics Depertment কে হারিয়ে ফাইনাল খেলার সুযোগ অর্জন করেছিলাম। যাই হোক, উক্ত খেলায় প্রচুর দর্শক মাঠে সমাবেত হয়েছিল। মেয়ে ছেলের সম্মিলিত
মেডেল তুলে নিচ্ছেন জাকির ভাই
উপিস্থিতিতে মাঠের পরিবেশটা মুহুর্তের জন্য কোন আন্তর্জাতিক খেলার গ্যালারির মত মনে হচ্ছিল। বেশ হৈ-হুল্লুড় করে আকাশ বাতাশ কাপিয়ে স্লেজ করা হচ্ছিল। বাংলার পোলাপাইনের স্লেজের চাপে আমাদের ডিপ্টকে বেশ নার্ভাস আর ভীতসন্ত্রস্ত দেখাচ্ছিল। যেন কোমল চেহারার উপর ভর করা এক খন্ড হব হব মেঘের আঁচড়। যথা সময়ে খেলা শুরু হয়ে গেল। অবিশ্বাস্য ভাবে আমরা প্রথমে একটানা ৪ পয়েন্ট পেয়ে গেলাম।
মেডেল তুলে নিচ্ছেন রুমি ভাই
যেখানে বাংলা তখনো কোন পয়েন্ট পাই নাই। কিন্তু পরবর্তিতে যা ঘটে সেটা আমি আর বর্ণনা করতে চাইছি না। যাই হোক খুবি উদ্বেগ্নের ম্পধ্য দিয়ে খেলাটা শেষ হয়ে ছিল। বাংলার ছেলে মেয়ের চিল্লা চিল্লির ভীড়ে আমাদের DepT কে বেশ সংকুচিত মনে হচ্ছিল।
ভলি দলের খন্ডাংশ
অবশেষে হেরে গিয়ে আমাদের সবার মুখের ফ্যাকাশে চেহারাটা সেই মুহুর্তে দেখতে বেশ খারাপ লাগছিল। তবুও দিন শেষে একটা রানার্সাপ সান্তনা কাপ পেয়ে আমরা সবাই আবার হেসে উঠলাম। স্লোগানে স্লোগানে বলতে লাগলাম, আসছে বছর আবার হবে।
Post a Comment