The First Form Fill Up date of my versity life

আজকের দিনটাকে না লিখলেই নয়। ভার্সিটি লাইফের প্রথম ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কিছু দিনের মধ্যে। সেই উপলক্ষে আজকে আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল।
1st year এর প্রথম নোটিস
খুবি এক্সাইটিং একটা মুহূর্ত ছিল বললে ভূল বলা হবে না। দুপুর ১ঃ০০ টা নাগাদ আমি ক্যাম্পাসে যাই এবং ফিরি আনুমানিক ৩ঃ০০ ঘটিকার দিকে। যে ছবিটা পোষ্ট করেছি এটাই আমার ফর্ম ফিল আপের জন্য দেওয়া। প্রথম বার বলে কথা, ভূল তো একটু আধটু হয়েছেই। যে কাগজ ছেড়ার কথা নয় ভূল করে সেই কাগজ ছিড়ে ফেলেছিলাম।

Post a Comment

أحدث أقدم