How to fast your computer . Pro tips....| কিভাবে স্লো হওয়া কম্পিউটারের গতি বৃদ্ধি করবেন। প্রো- টিপস

 

কম্পিউটারের গতি বৃদ্ধির ৮ টি প্রো-টিপস


অনেক সময় দেখা যায় আমাদের ল্যাপটপ বা পিসি অনেক দিন চালানোর পর সেগুলার পারফর্মেন্স কমে যায়। অর্থাৎ পিসি স্লো কাজ করতে থাকে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ৮ টি কম্পিউটার প্রো টিপস। যেগুলা করার মাধ্যমে আপনি খুব সহজে সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন এবং আপনার কম্পিউটারের পারফর্মেন্স হবে নতুন কম্পিউটারের মত। তো চলুন দেখা যাক আমাদের কি কি কাজ করতে হবে।



উক্ত কাজটি সম্পন্ন করার জন্য আপনাকে মোট ৮ টি প্রোটিপস ফলো করতে হবে। সেগুলা হলঃ

  1. Disk cleanup
  2. Startup program
  3. Unwanted app uninstall
  4. Automatic Update Disable
  5. Stop Notifications
  6. Windows storage auto optimization
  7. Computer visual effect
  8. Windows Hard Reset

এই প্রোটিপস গুলা যথাযথ ভাবে এপ্লাই করার মাধ্যমে আপনি আপনার পিসি কে দ্বিগুন গতি সম্পন্ন করে তুলতে পারেন। উক্ত কাজ গুলা কিভাবে করতে হবে তার একটা প্যাকেজ আকারে নিচের ভিডিওতে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আপনারা যদি ভিডিওটা ভাল করে দেখেন তাহলে আপনারা খুব সহজে এগুলা করতে পারবেন। 


                                                           Credit: IT Care & Multimidia


✍লিখেছেনঃ মোঃ হাফিজুর রহমান

Post a Comment

أحدث أقدم