তাং ০০/০০/০০০০ ইং
বরাবর,
ম্যানেজিং ডিরেক্টর১
দিব্য ডায়াগনষ্টিক সেন্টার২
হাসপাতাল রোড, পাইকগাছা পৌরসভা৩
পাইকগাছা, খুলনা৪
বিষয়ঃ
সেবিকা পদে নিয়োগ পাইবার জন্য আবেদন
মহোদয়,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি একটি বিশেষ মাধ্যমে জানতে সক্ষম হয়েছি যে আপনাদের প্রতিষ্ঠানে সেবিকা পদে নিয়োগের জন্য কাজ চলছে। আমি দীর্ঘদিন যাবৎ আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার তীব্র ইচ্ছে পোষণ করে আসছি। আপনাদের
প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারব বলে মনে করছি। উল্লেখ থাকে যে, আমার সততা, কাজের প্রতি একাগ্রতা এবং পূর্ব কাজের অভিজ্ঞতা থাকায় উক্ত কাজের জন্য নিজেকে যথেষ্ঠ যোগ্য বলে আশা করছি।
অথএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উক্ত কাজের জন্য আমাকে নির্বাচিত করার মাধ্যমে আপনাদের সুনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দিলে চির কৃতজ্ঞ থাকিব।
বিনীত নিবেদক,
মোছাঃ নুরজাহান খাতুন৫
সংযুক্তি
১। পাসপোর্ট সাইজের রঙিন ছবি
২। শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র
৩। চারিত্রিক সনদ পত্র
৪। ট্রেইনিং সনদ পত্র
দৃষ্টি আকর্ষণঃ
এখানে ১,২,৩,৪ ও ৫ নং পয়েন্ট ক্ষেত্র বিশেষ পরিবর্তন হইবে।
১... যার কাছে আবেদনটা লিখতে চান তার নাম দিবেন
২... প্রতিষ্ঠানের নামটা দিতে হবে [যে প্রতিষ্ঠান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে]
৩... প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানাটা দিতে হবে
৪... উপজেলা ও জেলার নাম দিতে হবে [প্রতিষ্ঠানটি যে জেলা ও উপজেলার অন্তর্গত]
৫... ব্যক্তিবিশেষ নিজের নাম দিতে হবে
✍লিখেছেনঃ মোঃ হাফিজুর রহমান
إرسال تعليق