How to read txt file in pandas | কিভাবে পান্ডা লাইব্রেরী ব্যবহার করে txt ফাইল রিড করা যায়

 


How to read  .txt  file in pandas in jupyter notebook.

কিভাবে জুপিটার নোট বুকে Pandas লাইব্রেরী ইউজ করে .txt ফাইলকে রিড করা যায়?


 

এক্ষেত্রে নিচের যে কোন একটা কমান্ড ইউজ করুন। ব্যাস আপনার কাজ শেষ ।

import pandas as pd

pd.read_csv("file.txt", sep = "\t")

sep = “\t” ব্যবহারের ফলে ফাইলটি একটা ট্যাব দ্বারা সেপারেট হয়ে যাবে।


import pandas as pd

df=pd.read_table('output_list.txt',header=None)

header = None ব্যবহারের ফলে ফাইলে কোন হেডার শো করবে না। বরং হেডারের পরিবর্তে ০ দেখাবে।

import pandas as pd    

data = pd.read_csv('data.txt', sep=" ", header=None)

sep = “ “ দেওয়ার ফলে ফাইলটা নাও শো করতে পারে/ ইরোর দেখাতে পারে। এর কারণ এখনো অজানা। তবে জানলে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বলা হবে।

df = pd.read_csv(('data.txt'), sep="\t", skiprows=[0,1], names=['FromNode','ToNode'])

skiprows দ্বারা এখানে বোঝাচ্ছে ১ ও ২ নাং রো কে স্পিপ বা হাইড করে দিবে।

import pandas as pd   

data = pd.read_csv('file_name.txt', sep = "\t", names = ['column1_name','column2_name', 'column3_name'])

 names দ্বারা হেডারকে/ কলামকে বিভিন্ন ইচ্ছে মত নামে নামকরণ করা হয়েছে। ফাইলে যে কয়টা কলাম রয়েছে সেই কয়টা নাম দিয়ে চিহ্নিত করা যায়। যদি একটা মাত্র কলাম থাকে এবং আপনি যদি তিনটা কলামের নাম উল্লেখ করে দেন সে ক্ষেত্রে বাকী কলাম দুইটার ভিতরে কোন ডাটা না থাকায় সেখানে NaN  অর্থাৎ not available বসিয়ে দেবে।





লিখেছেনঃ মোঃ হাফিজুর রহমান।







Post a Comment

أحدث أقدم